দু'পয়সা রেখে এসেছি
ক্ষুন্নিবৃত্তির নামে
ঘটকালীর প্রণামীটা যদি.......
পাত্র বেহায়া
ফন্দির সংসার মাঠে নেমে নেমে আজ এক
মহাকাল।
মুখ ফিরে পূণ্য সকালে
রোদের ঝিলিক টুক ফেলে চর সাজে অমরাবতীর কোলে।
মধ্য অবকাশে নিভন্ত আলোকে কে যেন শোনায় মহাবৃত্তের ঘর
হাত রাখে যন্ত্রণায়,
মুখ চেপে তীব্র বিষাদে জলস্হল হয়ে যায় তিক্ত মনন্তর।
অবক্ষেপ মাঠে অক্লান্ত ছোটাছুটি
অহো এই ইচ্ছেপূরণ,
এই গরিয়সী প্রণয় যাপন
যদি পারতেম.............