যতবার করেছি বিশ্বাস মাগো
নিরাপদ ভেবে
ডুবেছি অকালে
বোধিবৃক্ষ তলে তবু কিছুকাল


অনেক পড়েছি শিখেছি অনেক
কি পাঠ দিয়েছ মাগো
অনন্য সিলেবাস
ভুল ছিল সবকিছু এযাবৎ শিখিয়েছ যা
এ ঘোর বিপদে দৃষ্টিতে হাহাকার
কি এমন অপরাধ কিসের তারণ
বাজারের পথ জুড়ে
বসিয়ে দিয়েছ মহাকাল


এ বুঝি সাম্মাণিক? বুঝি শিক্ষার প্রতিফল?
চাই না পদক,কেড়ে নাও, ছিড়ে দাও
বিচ্ছিন্ন পদক।
নতুন প্রজন্ম জুড়ে এ পাঠ শেখাও মাগো
শিক্ষা নয় সংস্কার নয়,বন্ধু ভগিনী ভুল
সত্যি শুধু অবাধ শৃঙ্গার যাপন।