এক


আপাতত রেডি
জনতার চোঙ্, সমাবেশ
ঝুলন্ত দেহে
প্রেমিকের বিশ্বাসঘাত্ _
দেরাজী কাগজে
হ্রিং মন্ত্র ! নিয়োগ পেয়েছে
সে ওর লোক !


দুই


একই প্রেম একই লোক
জরায়ু থুতনি চেপে
জেঁকে বসে ঘাসের উপর
পেছনে দৈবক্রমে
জন্ম শোধে পরস্পর, লোক !


তিন


ময়াল শৃঙ্গ
তক্তপোষের দেহে
মারপ্যাঁচ
অক্ষরগুলো
ডাইনির বিসর্গ টিপ !


চার


বৈকুন্ঠ কানে কানে
দেবতার ভক্তিরসগুলো
ধর্মতলায়
হাতে হাতে
অমরাবতীর লাঠিচার্জ !


পাঁচ


ঘিলুও সেদ্ধ হয়
উর্বর আগুনে, ফট ফট ফাটে
অন্ডকোষ
বুদ্ধিজীবীর অমর খৈয়াম !


ছয়


চেখে দেখি  একই
ভস্ম, কোনোটা কাঠের আর
কোনোটা চুল্লির !


সাত


পার্টিশন বোঝো
দুগ্ধসঞ্জাত আর
উচ্ছিষ্ট দ্রবণ !


আট


ছক্কার এপিঠ ওপিঠ
একফালি
অন্ধকারে চোখ্ মারা খেলা
গড়ালেই গোওওল !


নয়


মনিব গড়ায় তার
ঘোড়া নিয়ে হাড্ডাহাড্ডি খেলা
নি:শ্বাস বন্ধ হলে
নীল রক্ত জৈবিক ঘোড়াও অচেনা !


দশ


সরীসৃপ দেহ
অর্বাচীন, এ জন্ম পরিশুদ্ধ নয়
আগুন চেনেনি
পাথরেরও আগে শুদ্ধকণা
চেয়েছিল একফালি
খনি চাষাবাদ
পাথর খাদানে রুদ্ধ বাষ্প
আগুনে উত্তাপ
কোন নদী নেই আর !