কি হবে কবিতা লিখে


কবিতা ? 
কি হবে লিখে
সবকটা আফসোস জমে
দীর্ঘশ্বাস চলে গেল হতাশায়
কেউ তো এলো না
ফিরল না একসাথে l


কেউ তো নেই
একদৃষ্টে চেয়ে থাকা
মুগ্ধতা ছড়িয়ে
উজার প্রেম
দু'দশক বুকের পাথর
জমে থমকে গেল কান্না
এলো না তো সে l


আজকাল কবিতা
বড্ড বেশি স্বার্থপর
কেবল নিজের কথা বলে


বলেছিলাম দু'দশটা
শব্দ ছক
অন্তত ফিরে দেখার
মত মূর্ত হোক্
অন্তরটা টের পাক
পাঁজর ছাড়িয়ে 
পৃথিবীর গন্ডীতে
কেউ কেউ প্রত্যাশিত  l


আমি বুঝি..............
বুঝে যাই অক্ষরেখার তটে
অজস্র কিছু টনটন করে
সমবেদনায়,


কি হবে কবিতা লিখে?
যখন কোন একটি অক্ষরও
ঝাঁপিয়ে পরবে না 
কারো অশ্রু মোচনে
অবয়বহীন বৃত্তে
হেলে দুলে
কোনোও দিন বাড়াবে না
প্রিয় কোন হাত,
উঠে আসবে না
ছবি ভেঙে নির্বিরোধ কোন
বাধকতা।


কাব্যশৈলীর হম্বিতম্বী
চাবুক কষাবে শুধু l


কি হবে কবিতা লিখে?