প্রাসাদ ছুঁয়েছে কৌশল

কুটিল প্রকোষ্টে সৃষ্টিরত নেফারতিতির
নিকোটিন ছাঁচ, শয়তানের প্রলুব্ধীকরণ

তুমি কি জানো না নিরবচ্ছিন্নতায়
কার কোলাজ কোথায় স্থাপণ হবে ?
কে রাখবে আদিগন্ত স্থাপত্যের নমুনায়
দুর্লভ আলাদীন,

কামনা সহজ হও আরো
স্বচ্ছন্দে বলো, নেফরতিতি তোমার স্নায়ুর উপসর্গ-
আমার পোষ্য ,অন্তরাত্মা'র ভ্রষ্টাচার
বিবশ কোর না আমার অভীষ্ট
অনুপ্রাস আমার কাম্য নয় বটে,তবু
পদাঙ্কে হেঁটে যাবো সাধ্যের নাগরিকে
আমার কোলাজ অসম্পূর্ণ থাক্--
স্বচ্ছ- প্রগলভ্ এসো নতজানু হই,
প্রনোদিত উৎসের কাছে।