দাঁড়িয়ে থেকো না বাবা,
দেখ সূয্যিটা ম্লান আজ এ্যন্টি বার্ণ
আলট্রা ভায়োলেট নিরুপদ্রব কারফিউ ঘরে
যাবে কোথায়
উদাসী বন্দর ছুঁয়ে থাকা কার্বণ সজ্জিত বোটে
তোমার মলাটে নীরেট প্রাপ্য হবে
চলে যাও সামনের-
খরতোজা তরুণীর কোহলিক বাদে
বরাদ্দ করো জৈবিক উপাদেয়
কি হল, ফেরারী প্রাচীর,উঠছে দ্বিধায়
অবগাহন শুধু -
স্পাইডার ধমনিতে তুলে নাও বিন্দাস-ঢেউ
বলে দাও, এগোবোই


অনাহুত ককেলাস, ত্রিবান্দ্রম
পরিখা শিবিরে কারণ হয়েছে,প্রত্যাশিত বন্দরের পথে
খুঁজে গেছ ফিরে যাওয়া
এককণা সুখের প্রলাপ
দেনাদার ঘরে রেখে আগাম নিবাদ
ফিরে আসা পারেনি ফিরাতে
মানুষের মোহে তাই....।


বাছা তোর আড়ম্বর
ওঠেনি সংশয় কোনো
এত ব্যাতিক্রম
তৃতীয় অনুচর ?
ঠিক আমি ! আমারই মতন !
সমুখ ঐ দেওয়ালে বলে দি
'আমাদের নির্ণেয় প্রতিদান'