কি লিখছ কবিতা ?
বিরহ না কি শুণ্যতা? শব্দ,বাক্য
ছুতেই অধীর হলে
সবে তো মেলেছি সুখে ভাবের অাবেশ
মোহ তনু প্রেমালাপে স্বপ্ন অবকাশ.....
সযতনে, দিয়ে তারে কোমল পরশ
হঠাৎ ঘনালো তোমার অপার বিরহ.....
      ..........রাশ নীরবতা.......
  কি লিখলে কবিতা ?
                  শূণ্যতা না কি পূর্ণতা ?  
                
                
                   (২)  
বহু যুগের অতীত যেন বেঁদন বাশী হয়ে
ছড়ায় বিষাদ শেষ দশমীর নিঠুর বিদায় নিয়ে।
বছর গেল উদযাপনে কালের ঘরে যম
কে যে দিল সমারোহের বিপুল আয়োজন।
নি‌:স্ব কাঁসর বুকের ঘরে একলা নিমজ্জন
বাঁধন কষে বছর বছর মা তোর পরিজন।
এই প্রিয়জন ফাঁকি কিরে গড্ডালিকা স্রোতে
মনের ঘরের বুক যে কাঁন্দে ভাঙা হৃদয় রথে।
ভাঙলি কেন সুখের বাসা অপর দানীর ফুল?
জুড়ব কিসে ভাঙ্গা সেতার শুন্য গৃহের কূল।
যতন দিয়ে, ফুলে-ফলে , শষ্যময়ী ক্ষেত
মহাজনী নোঙর নিল দুই আনা তার রেট......।
দিলাম যতেক কাঁকন,বিছা,পান্না গজমোতি
শেকল হল শেষ পরিণাম বিষাদ গৃহজ্যোতি
তন্ত্র-মন্ত্র  সত্য কেবল বাকী বেবাক ছল্
সুখের রাজ্য আসুক কন্যে ধন্য রাজার বল্          
যে পারিজাত বুকের আগল দিলি বিসর্জণ
এক সে আপন অার কেহ নয় রাখিস সযতন।