আসা যাওয়া পথে কত অজুহাতে মানুষের  হেরফের
কেহ বা হাসায় কাঁদায় কেহ বা,রহে কেহ সুযোগের,


কেহ থাকে সাথে কেহ বা বিপাকে,কত ছল-ছুতো অজুহাত
আদপে বদলে নতুবা প্রবলে রেখে দেয় কেহ স্নেহ হাত,


কেহ চলে মিছে আ-জীবন পিছে,তবুও মানব ধারা
শুধু হেলা-ফেলা জীবনের খেলা চিত্ত আকূল করা.


পিপাসিত হলে কেহ দেয় বলে সমুখে পাত্রখানি
কেহ পারে গাল মন্দ কপাল কভূু দোষ আমদানি,


এহেন জীবনে চলি আনমন ,নানা রং নানা রুপে
কতনা প্রভেদ আকার বিভেদ,তবু অন্তর রেখে।


পিছে কখনো বা মিছে,ওঠায় ওপরে কেহ বা
হাসি তামাশায় নামায় নরকে খেলা মস্করা যদিবা।


রাখে কভু মান কি বা বদনাম,নামের কোটায় ভুল
কখনো বিপদে কোন্ অপবাদে ঘুঁটি সাজে নির্ভুল,


মনে হয় তবু বড় আপনার দূর কাছে হয় নিমেষে
কখনো পৃথক বড়ো আহাম্মক্ চিনেও না চেনে শেষে।


কত খেলা সনে নিখিল ভুবনে আমাদের সন্ততি
হেলা মনে সব খেলায় ভুবনে, নিয়তির সম্মতি।