"তুমি বসে আছো হাই লাইট তীব্র আলোকে"
আমি ঘনান্ধকারে,যবনিকার অন্তরালে।
সংলাপগুলো উচ্চারণের অস্পষ্ট শব্দে-
স্তিমিত অপেক্ষার অবসান,তার আগের-
নিঃশব্দ কৌতূহল।ভীড়ঠাসা প্রেক্ষাপট;
চরিত্রের অন্তরে চলছে অন্য চরিত্র স্থাপণ।
যবনিকা উঠতেই বসে আছো তীব্র আলোকে,
আসন্ন শব্দের ভারে অধর প্রকম্পিত,উত্তেজিত।
তোমার চরিত্রটি দেখছিলাম,অসম্ভব শান্ত
অথচ একটু আগেই চরম সন্ত্রাসের বলি হল-
কোনো এক অনভ্যস্ত নিয়ম,তুমি সুখের-
সিগারেট টানে বুঁনছো ধোঁয়ার কারুকায,
একটু পরেই বেজে উঠবে তোমাদের কোরাস-
"দেখিনি,জানিনা,বুঝিনা.........."
অনাগত বলবে-" অনিয়ম,অনভ্যস্ত,ছড়াচ্ছে ছড়াচ্ছে...."
তোমরা বলবে ...জানিনা,বুঝিনা,দেখিনি....."


কেমন করে থাকো এত পরিমাণ নিঃশব্দ