জান্তব তবু মনে হয়েছিল মানুষ
      
চোখে,কানে,মুখে ফসিল আবাদে ধ্বংসাবশেষ শুধু
ফলিয়ে রেখেছে রৌদ্র ক্ষুধার ঝলসানো
অনাচার
সকালে রেখেছে কচিকাঁচাদের-
উল্কি সরঞ্জাম
বিকেলের ঘরে কানাকানি শুধু
হা-হুতাশ মধুযাম।

রাত্রে ফেরেনি মুখ খোলতাই  সম্ভাষণে'র প্রাণ
মেরে রেখে গেছে মধু কলতান্
ধূলিময় সম্মাণ

বলেছি তবুও খোল হে কবাট
আলো,আশাদের চলাচল্

বুঝিনি তখনও তারকাঁটা ঘিরে সাজাবে
অকাল নিধন।