একটি আধুলি ও
তিনটি সিঁকির যোগ বিয়োগ চলছে
নদী কিনতে থমকে গেলাম
অথচ সূর্যোদয় আমার অস্তিত্ব বুলিয়ে
পাহাড় প্রমাণ আলো
রেখে যেত পাশটায়,ছায়াপড়া ঐ
দেওয়ালে, চেয়ে মনে হত
অবিকল নদীর ছায়ার দেহ ঘিরে
ভেসে চলা
সিকি,আধুলি তোরঙ্গে রক্তবর্ণ মেঘ
গুটি গুটি জমাট হচ্ছে
আমি নদীর স্বপ্ন নিয়ে
আলোর হাতছানি ধরতে
উঠছি,নামছি,মিলিয়ে যাচ্ছি,
তলিয়ে চলেছি হাঙরের মুখে
মৃত্যুর পরোয়ানা ভেসে উঠছে,
ভাসছে শব হয়ে পরশুর
খুন হওয়া দেহ
মধ্য থেকে উঠে আসছে
তিন ডলারের মুষ্ঠিবদ্ধ হাত
মণি মানিক্যের চ্ছটায়
চকচক করে উঠছে জল
মৃতদেহের চোখে কপট শয়তান
জেগে উঠছে আমার বৃত্তান্ত ঘিরে
দ্বন্দ,সংঘাত
ছাপিয়ে চলেছে জীবন রন্ধ্রে রন্ধ্রে
সংঘর্ষের রক্তস্রোতে
অকৃত্তিম ঢেউয়ে ,বালুতটে
তার খন্ডাংশ হৃৎপিন্ডে
গিজগিজ দুষ্কৃতী, উঠে দেখি তোরঙ্গের প্রান্ত জুড়ে
দশ দশটা খুন সেরে দম্ নিচ্ছে
সেই পাংশুটে হাত -