জীবনের অপ্রাপ্তির বেদনার
পূঞ্জীভূত নাম দুঃখ যেমন
অযাচিত প্রাপ্তির সঞ্চিত অর্থ হল সুখ।
নিরেট ব্যাঙ্ক ব্যালেন্স,
বেদনার ঘাড়় ঝাকা দিলে টুপটাপ
ঝড়ে় পড়়ে,উপসর্গে বোঝা যায়
কিন্তু নিত্যদিন প্রায় অতৃপ্তি দুঃখ নিয়ে
বিপন্ন সকলেই আনমনা।
বোঝবার মন কবেই ফাঁকি দিয়ে গেছে অব্যবহারে-
ধমক দিয়ে থামানো যায় না তাই
মাথা নাড়ে হা হুতাশ।
এগোয় না কোনো ভাবাবেগ,
আর সুখের ভাঁড়ারে-প্রাচুর্য ক্রমে বাড়ে
ভোগ,উপভোগ দুয়ের দাওয়ে মাথা থমকে,
ক্ষতি তো নেই কোন প্রসাদে প্রাসাদে
তাথৈ জীবন সম্মত ভোগবাদে-
নিয়ম তাই,সুখ কেনে দুঃখ আরামে আয়েসে
মুষ্টিমেয় প্রলোভন দিয়ে প্রয়োজন-
আয়োজনে ঢালাও ব্যবহারে-
দুঃখেরা সুখের দাস হয়ে যায়........