বলে রাখি শোনো,নারীজন্ম
সার্থকনামা নিয়ে
যতই জটলা করো,
মেলাও প্রাচ্য-পাশ্চাত্ত্য
তেলে জলে বিকৃত মিশ্রণ
কায়দা-কানুন ।
        
আনো প্রভেদ-বিভেদ,
বানাও যতই বাদী ফেস্টুন
তোলপাড় যতই পার্লামেন্ট অধেক আকাশ,
দেওয়াল লিখন
যত হাঁটো বীর দর্পে সমুখ সমর,
শোনাও শ্লোগান
মিটিং,মিছিল সমুদয় প্রহসন
রোষে গালে কতিপয় সাময়িক উত্তরণ হলেও
সমাজের বীজ ঢাকা রবে চির ব্যবস্থায়।
যতগুলো অ-মঙ্গল প্রথা,
বিন্যাসী না হলে,
বলে রাখি শোনো,
নারীজন্ম সুখে থাকে
সামাজিক কায়দা কানুন লক্ষীশ্রী পটে-
নারীদের-ই শ্রীবৃদ্ধি সংজ্ঞায়।
সরষে ভুত্ চালায় ক্ষমতা নারী রসায়নে।