সব কবিতা দেয় না আলো, বন্ধুও নয়
অক্ষরেরা যোবনবতী প্রেমের কাঙাল
রাত্রি জাগা ঘুমন্ত চোখ, ব্যাপক প্রলয়
কে দুয়ারে মলমলে ঢং কাব্য বেহাল  !


বললে মিছে ঘুমন্ত কোন নাগরদোলা
দ্যোদুল দোলে ছন্দসি কোন ছন্দালয়ে
বসবে কাছে খুব যতনে খুব নিরালা
দিন পেরিয়ে আসবে কাছে এই বলয়ে  !


বন্ধু হবে ? হাত বাড়ালে সাগর সেঁচে
উঠল দুলে গুমোট যত কথার সাগর
ঝাপটা এল বৃষ্টি এল সুরের ধাঁচে
হুড়মুড়িয়ে খেই হারাল ছন্দ গাঁথার !


এই নিদাঘে কাব্যি লেখ, ঠিক জানিনা
বললে লিখি, সেই সুবাদেই চেনাজানা
জুড়তে হবে মগজগুলো ভাবছি কিনা
ঠিক ধরেছি, তীরে বসেই সাগর চেনা  !