এখানেই লেগে থাকে বীজ
রজঃস্বলা প্রকৃতির পর
প্রতিকৃতির খোলস ভূধরে
জন্মের আরেক জন্মান্তর !


আমাদেরও স্মৃতি বনিয়াদ
খুঁজে চলে প্রকৃতি জঠরে
প্রণয়ের কবলিত দেহে
আরেক কাহিনী ঘুরেফিরে !


এখানেই মোহের প্রভাতে
প্রেম আর প্রেমের ফসল
ফলেছিল আড়ম্বর ঘিরে
তুমি দিলে মনের আগল !


মড়কের অপচ্ছায়ে ছোপ্
ওরা বলে প্রেমের প্রতীতি
তোমার আমার ছলছুতো
সৃষ্ট তার অঢেল প্রতিশ্রুতি !


এখানেই জন্ম অবিরাম
শোক সুখ স্বর্গ নরকে
সময়ের পরিণাম শেষে
যবনিকা অন্তিম মোড়কে !