আরও একটা কবিতা
তুমি কি জান শুধুই নীরবতা নিয়ে
জীবনানন্দ ছিল বনলতায় মগ্ন
তার কেশদামে ছন্দ খুঁজতে বিভোর
আর আমি অথৈ দুপুর কুড়িয়ে
গুঁজে রাখি একরাশ মনস্তাপ
কি ভীষণ ঝড় হবে বলে উড়ে যায় সব
দু' হাতের ভাজে জুঁই
সীমান্তের ফিতে উড়ে বিদ্ধস্ত লাল ফ্রক
ছেয়ে ফেলে ঘূর্ণির উন্মাদনা
একটা কবিতা লিখব বলে
উড়ে গেল সে কাগজ, নিদারুণ ঝাপটায়
উথাল পাতাল আমি ঠায়
পেনটাও ফেলেছি হারিয়ে, তুমি জেনেছিলে শুধু
কবিতা ?
নিদারুণ কি হাসি হেসেছিলে
কোথাও পেলে না খুঁজে ঝোড়ো তান্ডব
একরাশ ভাঙা ঘর নিয়ে
বলেছিলে, কবিতা ?
হেহ্ অজুহাত,সবটাই স্রেফ অজুহাত !