পাখী তুই ডানা দিবি  


জলসায় যাবো দিবি ডানা
এঘর ওঘরে ছিটেফোটা আলো নেই আর
চলে গেছে নিয়ে সেই পর্যটক
যে কাহিনী ঘরে ঘরে আজ
আমারও নাচন লাগে কূল ভাঙা ঢেউয়ের মতন
সশব্দে বেজে ওঠে বুক
দিবি ডানা তুই ।
বিন্তিও যাবে,নীরো কাকি,ফুল মাসি
বিন্দি সেজেছে
খোঁপা তার এলিয়ে রয়েছে
বিন্দু বিন্দু ঘাম কপালে গুমোট !
নীরো কাকি রত্নচূর পাট ভাঙা তাঁত
ওঠা পরা বুক তার একপাশে বৃন্দাবন
অন্যপাশে সখা সম্মোহন  !
সুডোল বাহুবন্ধ উন্নত গ্রীবায় ফুল মাসি
সুরধনী চেয়ে আছে যুবতী ক্রীড়ায় !
দিবি পাখী তুই ?
জলসা সভায় আমিও ওড়াবো
গৃহগত দু:খ সুখ অন্ধকার সব!