প্রকৃতি নেমেছে অলকানন্দা মুখে
রোদ বুনে রাখা একফালি নিঃশ্বাস
ছড়িয়ে চলেছে শহর নগর জুড়ে
প্রহর জড়িয়ে প্রহরের সুখ দুখে
উথলি উঠেছে ভরন্ত বিশ্বাস ।


নদী চলে গেছে অবিকল বেলা ঘেষে
জলতরঙ্গে তাথৈ ঘোড়সওয়ার
এঁকে দেয় ছবি সূর্য তোরণ তটে
প্রকৃতি তখন নিরিবিলি পটে এসে
রাখে চুম্বন সমুদ্র সংসার ।


চলে যায় যার এলো চুল মৃদু কথা
ঢেউ চুঁয়ে নামা কৈশোর অবেলার
দু'ফোটা চুড়ির কাঁচে ঝলসানো প্রেম
ফাঁটল গড়েছে দু'দশক কতকথা
অলকানন্দা নদী হয়ে কান্নার।


মুখগুলো সব কান্না হাসির স্রোতে
শব হয়ে ভাসে গলন্ত রৌদ্রে
ঢেউ এসে ভাঙে লিখে রাখা কৌতুক
কিছুটা সময় তুর্য খচিত হোক।


লুটাতেছে শাড়ী ভাঁজ
সমুদ্রে স্তনাধার
কার হাতে রাখা প্রতিকার
সংস্থাণ হবে কবে কার ?