দেখেছি রঙ ধরা রুপোলি সিঁথির দুপাশ
ঢেকেঢুকে রাখি কোনমতে
দেখলে দেখুক
যদি বলে তিনকাল হল -

যেন পোকা পরে মুখে !

আয়না বলেছে
নেচে গেয়ে উঠলেই তাজ
যত পারো সবটা তাকাও
কাছাকাছি আরো
আমি ওর ঘ্রাণ নিতে পারি
নিন্দে মন্দ হোক যত,তাই বলে হাবুডুবু মনটা খোয়াবো ?

চোখ বুঁজে তাজা সু পুরুষ ফ্রান্সিস ঘ্রাণে
সবটাই জানো অনিকেত
কিছুটা আরও এর পরে
তপ্ত জমিন ক্ষীর নদী মোহনার জোন
জ্বলে পুড়ে লুট হয়ে যাবে
কিছুটা এগোলে আরো ---

গুবরে পোকারা চিরকালই বিদঘুটে
কামড়ায় ঘাড়ে কাঁধে
হুল ভেঙে যেন মরে চিরতরে

তাই বলে ছোঁয়াব না নিটোল চিবুক থুতনির