ছেলেটির মন্তব্যে জন্ম নিয়েছে বিন্দু সুখ
  টানা পোড়েন হতে হতে হৃদয় নোঙর
যূপকাষ্ঠে সমাজের বলি হলেও প্রত্যয় হবো
পেরু ,কোচিনের  সংবাদ  শিরোনাম
          ছড়াবে মেরুকরণ বাষ্প
              একতরফা বিদ্বেষ।
                তবুও প্রত্যাশা
সুখ পাবো কোনোদিন ,তারপর বাষ্প বিষের-
        উদ্দীপনায় স্বপ্ন ছোঁওয়ার দিনে                    
   পিছটান নিরেট তালুর সজোর সংবিত।


                   ২
     তোর চোখে স্বপ্নিল ঢেউ এঁকে
      কিছুটা শূণ্য পথ এলোমেলো।
পৃথিবীর যা করেনি কেউ, কয়েক ঘন্টা ছুটিতে,
     থামাবো দোষীর কদর্য রাইফেল
       শুনবো জলসার প্রেমসংগীত,
ছেটে দেব কামার্ত হাত,জিব, অসহ্য সাহস।
       একবার ওদের সমুখে চেচাবো
         ভালোবাসি, নেবে আঘ্রাণ......??
    ঘনিষ্ট সুখে চুম্বনের দৃশ্য রেখে যাবো
      সঙ্গমের শিক্ষামূলক , পাল্টালে ওরা
       কেদু চরে বিক্রয় হবে শান্তির ঘর।


                      ৩
পথচরে বিদ্বেষী তুমি ওদের প্রশংসায়
অযথাই কেঁপে গেছে সঞ্চিত বিশ্বাস
        কৃষ্ণচূড়ায় রাধার বাঁশরী
    নেয় নি বিসমিল্লার সূক্ষ্ম উচ্চারণ
   একপাতা দুস্বপ্নের নিষিক্ত ঈর্ষার ঝড়
      কাটেনি গননার আদম সুমারী
কোকোদ্বীপে তখনও কেউ নিজেকে সাজাতে চায়।