এবার নাহয় ফেরো,আমাদের ম্যাটিনি শোব্যালকুনি
আমার বালুচরি,কাঁথাস্টিচ ঝকমকি ম্লান হয়ে যাবে ;
আঁতরের উগ্রতা ঢলে যাবে কফি শপে মগ্ন জোড়ায়,
মেকআপের শেষ টান তুলি আয়নায় জুড়াবে মগ্নতা
বলেছিলে,'শাড়ীতেই মেয়েরা উপাস্য আর ঘরদোর'।

ও ভাবে চেও না মিনি স্কার্ট, ফ্রক , আদুলী উপাসী
তুমি না উপাসক? স্নিগ্ধতা থাক্ নিপাট চোখ ঘরণী
বলেছ না তুমি?'চরিত্র যেমন সাজে রসাতল মন-প্রাণ',
এসেছি কাংকিত ইচ্ছের দ্বারে ছুড়বে না জয়ের আবীর?  
দেখেছি তো কত জোড়া চোখ উস্কানি রেশ টান ধোওয়া,
এখনো কি বাকি ? ফর্দ ধরে গোছ-গাছ শঙ্খ,উলুর পূজা,
লক্ষী পাঁচালী, চাল,কলা নৈবেদ্য,সংযোগের আয়োজন।  


চেয়ে দেখবেনা খোঁপা সাজ চোখ,কান,রোশনাই সেট?
শাড়ীর আঁচল,মিনে করা জরোয়া নেকলেস দামী দুল;
তুলবে না কতিপয় পোজ ফোটো এ্যালবাম, ট্যাবলেট?
কতকাল পর ফের একসাথে প্রিয় সেই জাম বালুচরী,
দেখবে না আজ এই কিন্নরী প্যান্ট,শার্ট ছেড়ে স্বেচ্ছায়-
কেমন নিয়েছে কালের মতভেদ শাড়ী,টিপ,গৃহিনী মেয়ে ;
রাখো ধরে অবনত চিত্র স্বেচ্ছাবাস এই চির আমাদের,
এসেছি হৃদয়ে  ঝকমকি পৃথিবীর মোহ ঝেড়ে ফেলে।


গাইবে না আবেগে দুই কলি নজরুল কিবা কবি গান?
জড়াবে না দীর্ঘ বাহুডোর আঁধারের মৌন সমর্পণ?
কানে চুপে বলবে না,'ওগো প্রিয়া তোমারে লাগিয়া'-
খোঁপার একটি বকূল নেবে না ছিড়ে, হঠাৎ আবেগে?
বলবে না,' সাবাস, এই না হলে ঘরণী আমার........'।।