অবাক্ হলে ? হবারই কথা,কতকাল পর
  ধূ ধূ প্রান্তর আর হতাশার ভিত্ নড়েচড়ে-
  অমলিন ঠাঁই হবে কৃষ্টি পাতায়--ভবিষ্যত--
  কি জুড়াবে বল ? ক্লান্তি অবসাদ ?  


  সেই শাল্মলী গুল্ম, বোগেনভেলিয়া,ক্যাকটাস্,
  য়্যুক্যালিপট্যাস্ জুড়ে থাকতো বিগত সময়
  সেই জোড়াটবে বনসাঁই বটের ঝুড়ি,শ্রমের ফসল।
  থেমে যেত মুগ্ধতা কত ,একত্রের স্বর্গোদ্যান ।


  মিশে গেছে কালের শুশ্রুষা , কান পাতো সময়ের
  ঢেকে গেছে প্রশস্তি মুখ নিরুদ্বেগ্ কিছু উত্সাহ-
  পার হবো কিছুটা অসময়,কারো অন্তর আছে ?
  নতুবা সেই স্থিতু প্রহরের অবসাদে সময়ের স্থিরতা-
  সাক্ষরিত হবে,রয়ে বহতা সময়।আরো কত??


  মেঘেরা স্তব্ধ কেন রাখেনি সময় আকাশের উদাস স্থাপত্য
  পাঠাওনি শ্রাবণের ঘন কালো শিশির সিঞ্চণ,কোন প্রত্যুষ
  নিরেট হয়ে আছে কবেকার ধূসরের ঘ্রাণ অবসাদ বয়ে
  দাওনি ঔদার্য্য স্নিগ্ধতা মেঘরাশি নমনীয় থেকে---
  পরাওনি স্থিত মহার্ঘ্য ওদের বৃষ্টিস্নান থেকে---


  একশো বরফ ছেঁচে গজমোতি শৌর্য্য উপহার
  আমি গড়বো বনিয়াদ ওই পারাবত অমরাবতী-
  কিংবা পৃথিবীর বিস্ময় দুধ সাদা শাজাহান সৌধ
  শত বরষের ক্লান্তির স্বেদ মুছে দেব ঘর্মাক্ত কপোল


  যমুনার তীরে বাঁধবো কুটীর নিশর্ত প্রেম
  আবার স্বর্গোদ্যান গড়া হবে তোমাদের পাশে
  দেখবে বেগেনভেলিয়া,য়্যুক্যালিপট্যাস অবিকল-
  শাল্মলী জোড়াটবে অবিচল বিশ্বসিন্ধু পারে
  চোখ বেধে বল দেখি," অবাক হব না আর"।