হিংসুটে বিদঘুটে গড়লের বিষ বাণ কুটকুটে
এই গড়ে ভাঙে এই হিংসার সীমা নেই
তোষে কারে ছাড়ে কারে বিবাদের নেই মুন্ডটা।
হেসে এই কথা কয় এই মুখ ভার হয়
আজ যাহা কাছে লয় কাল  অবহেলা ময়,
হিংসুটে ভাবে মন একা সেই দুনিয়ার
দাবীদার, কেহ নয় তাহারো সমান শিরোপায়।


চুপিচুপি ফিসফাস মারণের অভ্যাস অবিরত
সহ্য না হয় তার কাহারো এ স্তুতি ভার
হিংসা আগুনে খাক্ জ্বলে পুড়ে যায় সতত।
মিছরির ছুরি যেন কথার বাণেরা হেন
জিভের ডগায় হানে দ্বেষ,শত্রু ভাবে ঘাতে আপনার
বোঝেনা সে কোন দায় অপঘাত হেনে যায়
হিংসুটে রোষে মরে ত্রাস, দৃষ্টিটি সদা হানিবার।


আছে তার শলাঘর,কিবা পরামর্শের সেরা তার কেবা
অবিরত সন্দেহ নিন্দা মন্দ কেহ,কাছের দূরের
হয়ে যাবে সমাধি  যন্তর মন্তর খালাস অন্ত যদিবা-
নেক্ নজরের যারা কত অজুহাত তারা
এসো বসো সেরার সেরায়,মুকুটের সেনাপতি হাক-
পরে যায় তোষণ সেবায় কৃপা ময়-
সে শুধু আস্ফালণ বিবাদের শিরোনাম হিংসার ছক্।


শোনে না কোন কথা অযথা অভভ্যতা নষ্ট সময়
তেলা মাথে ঢালে তেল কষে খুব মনে মিল
অন্তে সে কূল ভেসে যায় রে,হিংসুক ভান্ কথা কয় রে।
দেখি যেন ভোলা মন মানিনা কোন বারণ
অযথা বিশ্বাসে যেন নিজেই বুঝি না দেখি শুনি তাও-
নিজেরে নিজেই বলি ওরে মন্ নিজে বোঝ্-
খোল্ চোখ অকারণ কেন হিংসার বলি হয়ে রও রে।