দিচ্ছ গালি খুব যে খালি এমন কি দোষ তিত্কুটে ?
উচ্চস্বরে পারছ মোকাম হেই আগুয়ান রেশ লুটে!
একটু না হয় প্রেমের জ্বালায় দু এক পেগ রেশ টেনে
প্রেম করেছি উষার জোয়ার অথৈ প্লাবন আনমনে।
একটু না হয় কলসি কাঁনা ভুল করেছি মন নিয়ে
একটু না হয় পরকীয়ার স্বাদ নিয়েছি প্রেম দিয়ে।


তাই বলে রাই অমন বেজার দিচ্ছ গালি সংশয়ে?
দোষের বালাই হায় মরে যাই কন্ঠী হৃদয় রয় চেয়ে।


নাচব বলে ফুলমনিদের খোপায় ফুলের মালা;
বাচব বলে খেই ধরেছি অমনি যতেক জ্বালা?
তুই তো বেজায় মান করেই দেখলি আমার দোষ
দিসনি আগল প্রাণের বদল এটাই যা আফসোস্;
ফিনকি চালে মিনকি খ্যাপা খ্যামটা দিলি ঢ্যাড়া
দোষের মধ্যে পরমাগীদের ডেরায় এট্টু ছন্নছাড়া


তোর কাছে কি যোবন আছে অমনি রুপের ছটা?
আড়াল ভেঙে আঁচলা তুলে মেঘের ঘনঘটা?


আগুন ধরায় ফাগুন দিনে অমন ধারার ঢেউ?
তোর কি আছে দুলকি চালে লুটিয়ে দেবে কেউ?
আলুনি এই যোবনটারে এট্টু তাপে  জ্বেলে
কোর্মা করি রসে বশের প্রেম বসুধার ছলে।


বধূ, তোর বিরহে রিক্ত জীবন সিক্ত করি জ্বালা
বাগড়া দিতে ঝগড়া আটিস হাজার শাপের মালা।


তুই তো আমার চিরজীবন চির জনম সাথী
এট্টু আধটু নেশা টেশা, পরকীয়ায়  মাতমাতি
তুই আদরের কুটকুটি লো ভুটভুটি তুই সোনা!!!
মুচুমুচু দম্,আবেগ প্রবণ একশো পোনার মা।


দোষের কি আর দ্যাখার বিভেদ মনটা প্রসার কর
ঝামটা থামা মন্রে মানা পতির সুখের কদর কর।