এই মুখ,এই সেই মুখ, কাংকিত,স্বপ্নিত,আপ্লুত,চির সুন্দর!!
আঁধারের মাঝে,বেদনার দাহে,চির শীতল,রাখে চির অন্তর।
এই মুখ ক্ষতের গভীরে রাখে শান্ত হৃদয়,নরম পেলব মন
দহনে দিয়ে যায় একফালি মেঘ যেন বরিষণকামী প্রাঙ্গণ।
এই সোনা মুখে থাকে বন্ধুপ্রীতি,চির অক্ষয়, আপনার জন্।
ভালোবাসি এই মুখ একেলা আঁধার, ভ্রান্তির আলো অম্লান।
থরে থরে কত মুখ তার মাঝে প্রিয় সেই মুখ বড় আপনার
বড় ভালোবাসি কাছে আসি, জাগতিক শোক, তাপে জর্জর।
আঁধারে জ্বালায় আলো এই মুখ, খুঁজে দেয় পথ ভুল হলে
কে গো তুমি, কি গো চির জানার অগোচর? হাসে খলখলে।
এই মুখ ভালবাসে,বোঝে মন আপনার মাঝে সবাকার স্থাণ
হৃদয় মাঝারে গড়া তার বেদী আবেগাপ্লুত কত যে স্বজন।
চিনি তারে বড় বেশী হৃদয়ে হৃদয় চেনে এ মুখ চির বাঙ্ময়
কত মধু আছে তাতে,বড় বেশী কাছে টানে এতো চির অক্ষয়।
রাখুক সমাজ যত পঁচা দৈনিক,নিন্দা,মন্দ,একরাশ  সংবাদ
দেখব না,শুনবো না, কোনকথা ঐ মুখ সুবাসিত রাত্র প্রভাত।
রবো চেয়ে অনিমিখ ক্লান্ত দুপুর,বিকেল,সকাল, সারারাতে
ছেয়ে যাবে ভালোলাগা এই মুখ সুখে দুখে নিত্য যে সাথে।
যারে ভালবাসি আঁখি মোর ধায় এই সেই মুখ চির বান্ধব!!
অক্ষয়,অম্লান,চির সুন্দর এই মুখ হেরি ধায় সব দুখ,শোক।