আরো কতকাল নিষ্প্রভ দ্বীপ ঝঞ্ঝা,তুফান,ঝটিকা
বয়ে হলাহল প্রাণহীন রবে ব্যাথিত মানুষ প্রশাখা।
কতকাল আরো ধস্ নেমে যাবে প্রগতির খেলাঘর
প্রাঙ্গণ হতে পথগুলো যেন ধোঁয়াশায় ঘেরা প্রান্তর।
মন লেনদেন ক্ষণেক বিষাদ এক হতাশার মসনদ
আশাহত পথ খুঁজে প্রতিবাদ কত আরো হেন জন্নত।
ক্লান্তির দায় বহে অসহায় আরো পথ কত অজুহাত
যেতে হবে যেথা আলোক বার্তা আছে কত প্রতিঘাত।
মর্ম বেদনা শির বহে হায় পার হতে হবে এই পথ
আঁধার,তুফানে পৌঁছতে হবে আছে কতটুক হিম্মত্।
তুফান উঠেছে,রোষের সকাশে শঙ্কা জাগেকি দিশারী?
এইমত হয় বাঁচোয়ার সাজা নিজের আখের প্রহরী।
সংস্কার পথ মিলে গেছে সবে কার দায় এই বোঝা
ঘর আর পথ অভিন্ন আজ হৃদয়ে নীরব ব্যাথা।
আক্রমণীর কৃপানের ধার ছোঁয়না গভীর বারতা
কৃপাঞ্জলির নীচে পরে থাকে প্রেমের যজ্ঞ দাতা।


চলেছে আরতি,আরতি চলছে রোগ নিরাময় আহুতি।
যেন মানুষ যজ্ঞে  মানুষের  লোভ আত্মার  ঘৃতাহুতি।
শব থাকে শেষে খোসার আদলে আত্মার ঘ্রাণ সমাধি
থাকেনা মানুষ মান আর হুশ্ ছাড়ায় খোলস প্রতীতি।