মনে ছিল সাধ একটি সুবাদ গড়বো হেথা বৃন্দাবন
লুটিয়ে দেব সাধের এ দেহ রব না আর সংগোপন।
দেহ এই মাটি সাধের দেউটি মাটিতে যাবে সে মিশে
সব একাকার হবে   চারিধার  অন্তিম জীবন শেষে।
সাধের এই দেহ সাধের কাঁচুলি, সাধের  সরঞ্জাম
মিলাবে  ধূলায় মাটি হবে  হায় ফুরালেই মধুযাম।
এই যেনয়ন মিলেছে নয়নে এই দেহতব পরশেআগুণ
ছাই হবে সবই রবে না কিছুই ফাঁকি হবে এই জীবন।
সাধের এ গৃহ,সাধের এই প্রেম,চূর্ণ হবে গো সলিলে
মুক্তির দ্বার খুলবে সবার  জাগবে  সময় আসিলে।
আমির ,গরীব , রাজা-প্রজা ঐ লেখা আছে ক্ষমতায়
শেষ  হলে তার  রেশ দরবার অলক্ষ্যে  মিশে যায়।
এত গান হাসি,মুগ্ধতা রাশি,রবো কে কোথায় হায়
মিলালে জীবন আসে গো মরণ নিয়ে যায় যমালয়ে।
কে আমি,তুমি কে,ওই জ্ঞাণীর অহং ঘিরেছে চারপাশ
চক্ষু  মুদিলে দু-দিনের তরে  হানাদার  দিবে সন্ত্রাস।
দেহটি  তোমার  দেখবে না কিছু  প্রাণহীন অচেতন
চলবে সমুখে নিত্ কাড়াকাড়ি তোমারই গোছানো ধন।
আছো যতদিন ভালোবাসো সবে প্রাণ খুলে যে যা চায়
সব দাও তার চিত্ত উজার প্রা ণ--ময় প্রে ম বসু ধায়।