ওহে রাত্রির নিবীর্য প্রত্যাশা !!
এখনও লেলিহান পরিপাটি সখ্যতা?
মনান্তরে জ্বলেনি বিষাদ তীব্র প্রত্যাশার?
কতটা রেখেছো হাত বিশ্বাসের মোহে?
কতটা ছুঁয়েছো উত্তাপ দীর্ঘক্ষণ স্থায়ী বেদনার?
জ্বলেছে উপবন কোন উর্বশীর নিহিত মরুত্তাপ,
যখন তীব্র লেলিহান অনলের উত্তুঙ্গ আলোড়ণ-
আলিঙ্গণে তুমি কয়েকশ প্রতিজ্ঞা ভেঙেছো ,ঠিক-
ঠিক্ তখনি তোমার কাংঙ্খিত প্রত্যাশা ব্যর্থতা ঘিরে-
প্রাপ্তির সহযোগে রেখে যেত একরাশ বিদ্রুপ।
তোমার সার্থকতায় দেয়নি একটাও সহযোগ
হায়!রাত্রির কোল ঘেষে আজও চলে জাগরণ নেশা
কয়েকশ হতাশার নিবীর্য মরণ অবহেলে চলে যায়-
না পাওয়ার বিকল্প প্রহসনে-মাথা নয় আবাদ চলে-
ভোগের ততোধিক সামগ্রী ব্যবহারে,আজও অবলীলায়।


হায় কামারতি!!
আজওতো ধার ঘেষে দুর্লভ অশান্ত জিজ্ঞাসা-
ছাই হতে হতে ফিরে চায় ক্ষণিকের মোহে
তবুও নির্ণয় স্বচ্ছ হয় না তোমার কোন দৈবক্রমে
অনন্ত অপেক্ষার দেহময় বিষাক্ত প্রদাহ মাথা,ঘাড় বেয়ে
নিম্নাঙ্গের বৈতরণী ছুঁয়ে হাঁটু ক্লেদে নিস্বতার বিরুপ ফলায়।
কথা রয়ে যায় শুধুই কথায় আত্মাহীন,দেহহীন বিকল্প উপায়ে।
এ এক নিবীর্য পৃথিবীর উদাহরণ।অক্ষম বীর্যহীন পরিপাটি সখ্যতা।