কঞ্চির দর বাঁশের অধিক চিরকাল বলে সবে
বাঁশ বা কঞ্চি, কে যে বড়,ধোঁয়াশা এ -ভবে।
ক্ষুদ্র বালক তবু অপলক দেখেছে রাজা নগ্ন
কেউ দেখে নি সমুখে সবাই কঞ্চি বাঁশে মগ্ন।
উপরে আঁতর বহু সমাদর হৃদয় সমাধি পরে
রচিয়ে বকূল আকূল নয়ন মালাটুক রাখি ধরে।
আয়োজন দেখি শত যোজনার বাস্তব হ য ব
অধেক পানির দুরাশায় মেটে পাষাণ বৃত্তি শব।
দুই দিন যোগী ভাতেরে অন্ন হাঁক দেয় সমাদর
মাটান পোলাও উদর অন্তে মহাপাঁকে জোরদার।
পদ্মরাগের পরোয়া করি না হৃদয় রত্ন ফেলে
ঝড়ের মাতন গর্জিয়া উঠি দে তাতে জল ঢেলে।
দেখাই বক্ষ সারে চল্লিশ তারো বেশী প্রসারতা
অঙ্কে মেলেনা দীন হৃদয়ের এ কৃপণ আকূলতা।
যখন তীব্র দুরাশা প্রহর ঝাড় বয়ে আসে বাঁশ
সবই দেখি এক কঞ্চির বাঁশের সে সন্ত্রাস.....।