হে তেত্রিশ কোটি দেব-দেবান্তর--!!!!!!!!
হে পয়গম্বর, হে আধিদৈবিক,আদিভৌতিক
কে আছ ফেরাও মারণ কোপ এত যদি ক্ষোভ--
রোষ, প্রতিদিন এত অন্যায় বহে যায় দেখ না কি---
দেখ নাকি কদাচার,নরকে ছেয়েছে গোটা দেশ দুরাচার--
জাগো ওগো প্রত্যুষ, সমবেত রবে জাগো সব--  


ছোট শিশুগুলি,কেন কেড়ে নেওয়া ক্ষুদ্র প্রাণ--
কি প্রতিশোধে,কি দোষে,কি শ্লেষে,কি তামাশায়--
তাজা কুঁড়ি প্রাণ শেষ করে দেওয়া চিরতর--
হে নিষ্ঠুর,হে পাষাণ,তুমি কাল্, মহাকাল্--
একহাতে গড় ভাঙ অপর হাতে--কেন, কেন--
সে বিদ্বেষে জ্বলে পুড়ে খাঁক নিরীহের সন্তান।
আমারই অতি পরিজনে শুয়ে আছে মহাকাল--
মহা মৃত্যুর অভ্যর্থণে সাজিয়ে মরণডালা,এস মহাশান্তি--


দুটিই নিয়েছ বাঁচার প্রেরণা তোমার আছে তো সব??
তুমি আছো কি গো দুধে ভাতে নিয়ে কাছে পরিজণ??


কত হাসি, গান মিলালো সহসা নিমেষের খেলা ঘরে--
পাষাণ বেদীতে সাজিয়ে মূর্তি তোমাদের অবিচারে---
হে বন্ধু,হে অতি প্রিয়জন---আমরা রয়েছি কাছে---
তোমারি শিয়রে--সেরে ওঠো তারাতারি,
একসাথে যাব আলোকিত সেই নেই কথাদের দেশে--
ওঠ সেরে বন্ধু--দেখে রেখ ঠিক তোমারি পেছনে
আমারও লাইন আছে---


এস কাছে বন্ধু, জীবন দিয়ে না হয় দেবো----
বাঁচবার সন্ধাণ,শুধু মুখ ফুটে তুমি বল।



আমারই এক অতি পরিজন আজ (নিতান্ত ছোট্ট বয়সে,দুটি কিডনীই খারাপ হয়ে) চরম অসুস্থ অবস্থায় দীর্ঘদিন শয্যাশায়ী, তার আরোগ্য কামনায় আমার প্রার্থণা। বন্ধুরা,আপনারাও ঈশ্বরের কাছে প্রার্থণা করে--সহযোগিতা করুন তাকে ও তার অসহায় পরিজনকে---এবং যে কোনভাবেই সহায়তা করুন তাদের।