তুমি জাগতিক এসে নাড়া দিলে মনে
দুঃস্বপ্নের কোমায় আচ্ছন্ন ছিলাম--
বুঝি বা অটল বিশ্বাসে।
তুমি না এলে---
হোত না ভোর
নিচ্ছিদ্র আঁধারের---
দিন চলে যেত অটুট সত্য বলে--
তুমি কেন্দ্রিক---
এসে এক বিন্দুতে রেখেছো--
তোমায় স্থাপণ করেছে যা বিরাট স্বর্গদ্যানে---
মনোরম সে দৃশ্য সততই মধু---
আনমনে তেমার সে খেলায়--
মন্ত্রমুগ্ধ আমি।
তুমি না এলে--
অচেনাই রয়ে যেত সব---
যত স্মৃতি গান,মুখরতা।
ছলনায় ভ্রমি যদি পাথরে হীরক দ্যুতি---
মুহূর্তেই সে বাঁধন ফেরায় তোমাতে---
ভালোবাসা শুধু তাই তোমার সাথে।