নাহ্ আমি কাঁদি না যখন--
                    তুমি নিঃশব্দে প্রত্যাখান করো  
                  নিজের ক্ষতস্থাণ দেখেও,ভবিতব্য
                  আমায় কাঁদাতে পারেনি কখনো--
                আমি বিন্দুমাত্র কাঁদি নাহ্---এযাবত্
             নিজের কান্না দেখেও কখনও কাঁদিনা আমি---
          অজস্র রক্ত দেখেও আমার কান্না আসেনি কখনও---


                        হায় আজ আমি শুধু
                    দুঃখের জন্য কাঁদছি একাকী
                 কেন আমি সাহায্যের জন্য কাদছি—
                  নাহ্, দুঃখ তুমি ছেড়ো না আমায়
                    এ যন্ত্রণা শেষের জন্য কাঁদছি,
                  হতাশা আমায় একাকী থাকতে দাও
                    আমি আরও রক্ত দেখতে চাই,
                       চাই আরও হতাশ হতে—
                আমায় ধারোলো ব্লেড দাও যন্ত্রণা চিরে
                    দেখতে চাই কান্নার আওয়াজেরা
                   কেমন তোমায় বিজয়ীর হাসি দেয়--


                          আমি শুনতে চাই আজ
                  তোমার ঐ নিঃশব্দ প্রত্যাখানের কথা
                  আমায় হতাশা দাও কান্নার বুক চিরে
                            আমি একা হতে চাই--
                          ডুবে যাক শ্রমের উদ্যোগ
                           মুছে যাক্ রক্তের বন্ধণ-
                    সময় আমায় ভয়ংকর রক্ত দেখাও
               আমি চিত্কার করে উঠতে চাই বিভীষিকায়--
         কান্নার শেষে অনর্গল রক্তস্রোতে ভেসে যাক কন্ঠস্বর--
               হে হতাশা,আমায় শোনাও বিফলতার কথা-
               ব্যর্থতার কথা,শোচনার কথা,বঞ্চণার কথা---
               ত্যাগ,তিতিক্ষার কথা,আরও অপ্রাপ্তির কথা---


               একটা দুঃখ পেতে অ--নে--ক দুঃখ--------
            দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ
            দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দাও------------