বিরহের দিনে তবু এক্ষণে নগরীর দীপ জ্বেলে
রয়েছি সকলে পাটাতন পরে জীবন মৃত্যু ছলে।
পিয়ানোর সুর বেদনা বিদুর দেবতার বেদী তল্
আঁকড়ে ধরেছে ডুবন্ত ক্ষণ ভেদহীন কোলাহল।
প্রমোদ বাহন কত দরদাম কত তার ভেদাভেদ
আমির,গরীব শ্রেনীর ফারাক আয়েসের সংবেদ।
প্রথম শ্রেণীর যাত্রী গরিমা উচ্ বিত্তের আয়োজন
হেলা অবহেলা নীচ যাত্রীর অকাতর চলেঅপমান।


দর-দামে সব সমান মূল্যে সাধারণ শ্রেণী যান্
কার কত দর হিসেব চোকাতে দ্বন্দে যে হয়রান।
মৃদু কথা শেষে হানাহানি রোষে টলে সে আসন
কোন্দল চলে সাধারণ চ্ছলে নেই রেশ অবসান।


বোঝা গেল সেই দুর্যোগ যেই ছেয়ে এল বন্দরে
মাঝ সমুদ্রে টলোমলো যান্ ধনী দরিদ্র কে রে।
কে কারে বাঁচায় সাগর ভেলায় মরণের হাতছানি
সেকি হাহাকার প্রাণ বাঁচাবার শ্রেনীভেদ কিবা মানি।
ধীরে আঁধারে প্লাবনের রোষ জাহাজের ডেকগুলি
অথৈ জোয়ারে প্রাণপন আশা মানুষ বাঁচিয়ে তুলি।
তারও মাঝে হায় কত প্রাণ যায় টানাহেঁচড়ার দায়
বাঁচতেই হবে আপনার তরে,দলে পিষে মারা যায়।
আগে গেল যে বা হয়তো নিশানা পেয়ে গেল নিশ্চিত্
ভীড়ের কবলে হারালো নিশান পেলনা বাঁচার ভিত্।
জলের অতলে তলানোর আগে দেবতার পায়ে জড়ো
বাজছে পিয়ানো কোন্ দেবদূত বেদী তার জড়োসড়ো।
এমনি বিরহে হাসিতে প্রকৃতি ভেদাভেদ হানে মৃত্যুর
দীন,হীন সব সমান বিরহ ক্রন্দন ছায় ব্যাথাতুর---।


নগরীর দীপ নিভেছে নিশীথে শক্তি ফুরিয়ে অপচয়
উদ্ধারে কে বা উদ্ধারকের বিবেক হেনেছে বিধাতায়।



  (২) কবিতা---ব্যঞ্জণবর্ণের চ্ছটায়


ক--কথা কয় কাকতুয়া কাকাদের কির্তীর
খ--খেলা খেলা খোকনে খায় খই খর্জুর।
গ--গান গায় গুনবতী গর্ভিণী গনশার গিন্নী--
ঘ--ঘরময় ঘন্টের ঘনঘোর ঘোরাঘুরি ঘূর্ণি।


চ--চেচামেচি চৈচুর চমকিত চারিধার
ছ--ছোঁয়াছুঁয়ি ছাঁদনায় ছাউনির ছাড়খার।
জ--জবর জবান জ্যাঠা জমায়েত জয়পালো
ঝ--ঝাঁটার ঝঞ্ঝাটে ঝি ঝামেলা ঝাড়ালো।


ট--টইটম্বুর টং টকটকে টাকে,টনিকের টুকলি
ঠ--ঠাম্মার ঠোক্করে ঠনঠন ঠুংরি ঠাকুরের ঠুলি।
ড--ডালনায় ডালডা ডিনারের ডিশ ডিশমিশ
ঢ--ঢাকঢোল ঢাকনিটা ঢাকীর ঢাকাইয়ের ঢুস্।।


ত--তবলচী তবলায় তাল তোলে তাতাধিন্
থ--থতমত থমথমে থানাদার থানোয়াল সিং।
দ--দাদরার দাদনে দাদীর দাপটে দুরুদুরু
ধ--ধার্মিক ধর্মার ধার্যের ধর্ম ধার্ষ্টামো ধীরু।


ন--নন্দীর নন্দাই নাটুয়ার নিবিড় নীরাজন
প--পৌষের পিঠা-পুলি পায়েস পরমান্নন্।
ফ--ফিরিস্তি ফিসফিস্ ফন্দীর ফতোয়ায়
ব--বায়নার বাহাদুরী বেমিসাল বেড়ে যায়।


ভ--ভক্তের ভগবান ভক্তযে ভজমান ভৈরব
ম--মাংস মাছ মাগগির মাগুরের মহারব।
য--যজমান যে যাহার যতেক যোগানদার
র--রসুই রসিকজন রসনার রক্ষণ রান্নাঘর।


ল--ললনার লালনের লেলিহান লেহ লম্বোদর
শ--শক্ত শিষ্টাচারে শীলিত শ্রীকৃষ্ণ শৌহর।
স--সারাঘর সংসার সবাকার সংস্থাণ সমাবেশ
হ--হাঁউমাউ হাঁক হেঁকে হাজার হিড়িক হেনক্লেশ।


( বাকী বর্ণগুলো দিয়ে হয়তো বাক্য তৈরী করা যেত কিন্তু প্রতিটি
শব্দই একই বর্ণ দ্বারা হত না। পাঠকেরা কেউ পারলে করে দেখালে খুশী হবো )