আমার শহর ছেয়ে গেছে আজ প্ল্যাষ্টিক সমাগম
পথে,ঘাটে,জলে ছেয়েছে সদলে প্ল্যাষ্টিক জনগন।
হালকা,পলকা স-শরীর সবে মনে বল্ অফুরান-
প্রগতির গতি রুখে দিয়ে ওরা মসনদ যে পসন্দ।
যতই না চাই ভ্যবাচ্যাকা খাই পছন্দে পরিপাটী
স্লিম ফিগারের সুন্দরী হেন নি-র্ঝঞ্ঝাট  ফন্দীটি।
বংশ বৃদ্ধি বহাল প্রথায় দেমাক্  চলেছে  চুটিয়ে
যতই মশক,কীট, দংশক নোংরা নালায় চুকিয়ে।
আগুনেতে ভয় কভু সংশয় আঁচ লাগে ঘরসংসার
সহযেই ভুলে ফেলে দিই ছুড়ে আনাচ কানাচ দুস্তর।
বাড়ছে ওদের ছানাপোনা যেন দেশ কাল নাজেহাল
আমরা বাড়ছি নন্দন সুখে নিকাশীরা বৃথা গাল---।
দোকানী,বাজারী উত্ফুল হেঁকে বাবু এই  প্ল্যাষ্টিক
দু টাকা দাম কাজ অফুরান ব্যাগের বাজারে হ্যাট্রিক।
বাবু চলেছেন দীঘা,পুরী মজে স্লিম মোনালিসা প্রাণ
ছেলে,ছোকড়ার মজেছে পরাণ মন করে আনচান।
লিওনার্দোর ঘুম ছুটেছিল এমনি বাহারীর দেহ সম্ভার
এত রোমাঞ্চ ফেলে কিরে হায় ছোটে কেউ পিছু খদ্দর


মাছ,মাংসেরা,সবজি,ফলেরা আরামের নিদ আলসে
বাজার থলের নোংরা বদলে আয়েস এসেছে লালসে।
কথনে,বলনে শব্দের ঘাড়ে প্ল্যাষ্টিক বোল্ সমাগম--
   ছিমছাম চলা,বলার কদরে নব্য যুগের দরদাম---।
   তফাত্ ঢুকেছে গিন্নীর সাজে ,হেঁসেল  সরঞ্জাম--।
কোর্মা,পোলাও,মোর্গার মেনু সহজাত সাজা আইটেম
   সেজে বাবুর্চি করছে কুর্শি মুন্সিয়ানার সারনেম---।
গিলছি পাচন স্লিম সিস্টেম স্লিম পৃথিবীর স্লিমনাম--।


ঘরে ঘরে ঢুকে স্লিম পারফেক্ট কেটে ছেটে স্লিম আপনার
ড্যড্ আর মমে স্লিম আদরের রুটিন নিয়েছে আকছাড়।


কিছু স্লিম গেছে জোয়ারে হারিয়ে বাকীরা দয়ার দানে
জোট বেধে আজ প্রগতির কাজে গরিমসী টেনে আনে--।
সাদা জল আজ আবর্জণায় দূষিতে ছেয়েছে শহর---
ব্যবহার শেষে মিলে অবশেষে নালামুখ অনাদর।
জীবনের রোমে মিশে পলিথিন ছেলেপুলে প্ল্যাষ্টিক
শহর নগরে স্লিমের কদর ব্যাগ নয় চাই প্ল্যাষ্টিক--।












আজ সকালে মনটা ভারাক্রান্ত চুরি হল আমার অন্যতম প্রিয় কবিতা--প্ল্যাষ্টিক শহর---নতুন করে তৈরী করা হল,কবিতাটি--