চলার পথে কিছু মুহূর্ত রেখেছি ছড়িয়ে খুঁজে নিও
উদাস মনের বাঁকে একঝাঁক মিতেলী শপথ টিও,
বিস্ময় শেষে বিশ্বাসে গরমিল কতিপয় ধূসর সময়
দিও রেখে অনামিত পরিজন স্ব অর্থের কিছু অবক্ষয়।
আমার মায়াবী লেনদেন অবজ্ঞায় রেখো ফেলে দূরে
দৃষ্টি সমীপে চেয়ে থেকো সুন্দর নিরন্তর দৃশ্য আদরে।
খুঁজে নিও প্রারম্ভিক একত্রিত কিছুটা যাপন অনন্তর
কথাদের কলিময় প্রিয় কিছু সখ্যতায় রেখেছি সাক্ষর।


শুনে নিও বাতাসের কানে সেই সুমধুর বেদনা অতীত
দেখে নিও পদপিষ্ট  ঝড়ামালা নীরব  হৃদয়ের  গীত্।
জলের অতল খুঁজে বুঝে নিও কথাহারা কথাদের ভাষা
কিছুটা সময় রেখো  বিস্তৃত শৌর্যহীন পিড়ীতের আশা।


ক্লান্তিঘন অবসাদ, কিছু জীর্ণাতুর আসা যাওয়া কথা
বিছিয়ে রেখেছি পথে একত্রের কতেক আকূলতা---।
মনে যদি হয় ক্ষণে এসো পথে বিস্মরণে কিছুটা সময়
রেখেছি গুছিয়ে যতো উপেক্ষায় অবনত কিছু পরিচয়।