কুরুক্ষেত্র ভূখন্ডে অন্তিম আমার কোল্
শতসহস্র বোমারু কার্তুজের বীভত্স লাশ-
সর্বশেষ বয়ে যাচ্ছিল স্তনাধার ওর পূর্তির জ্বালা-
তখনও শেষ গোঙানিটা স্তিমিত হয় নি--
একে একে সরে যাচ্ছে পরিচ্ছন্ন শহর
স্মৃতি বিস্মৃতির সমস্ত আয়োজন
তীক্ষ্ণ লোলুপ দৃষ্টি তৈলখনি -
জ্বালানীর গুপ্তধন পৃথিবী আয়োজন-
দয়া নয় দখল--আপোষ নয় আক্রমণ।
গর্জে উঠল লকলকে আক্রোশ
তখনও শিশুর চোখে ভরসা প্রগলভ্
তখনও বক্ষ জুড়ে তীব্র প্রদাহ-
ছুঁয়ে গেল ঝাঁকের আস্তানা
আমার প্রবল বক্ষ চিরে-
আমাদের অন্তিম সংস্কার-
১১মাসের সদ্য স্ফুটিত মাতৃসুলভ
ভেসে যাওয়া রক্ত ও স্তন্যে একাকার-
কেঁদেই চলেছে ওর সদ্য বিস্ময়
আমার কোল ঘেষে তখনও ঘুমন্ত শিশু,
পাশ দিয়ে রেখে গেল বিন্যাসী শব।
তখনও শেষের প্রশ্বাস ধীরে শিশু আগলাই
তখনও শেষের নিশ্বাস ঘিরে ঢেকে দিই
তুলতুলে দেহ,তখনও জানিনা কার পাপ-
কি কারণ চিরতর ধ্বংস অনলে,কাদের আয়োজন-
দেখি অনন্ত রাশি অনাথ শিশুর জমায়েত হাহাকার-
এক বুভুক্ষ নগরী আর ওপরে বোমারু বিদ্ধংসী--
এক রাষ্ট্রীয় চক্রীর অনায়াস চির স্বৈরাচার।