আত্মারা আজ ফেলে রেখে  গেছে ধর্মঘটির দ্বারে
শবের দখলে শহর নগর মজুদ  কালো বাজারে।
একদিন হবে স্বচ্ছ সকাল জাগবো সব একসাথে
আনবোই তুলে জয়ের নিশান অভিন্ন  মনোরথে।


মানুষ নামের মান্ হুশে দেখি অসঙ্গতির   ভীড়
হৃদয় জাগানো,মন সরোবরে,মেছুরের   তব্দির।
জাগে না হরষ জীবন প্রভাত আরেক জীবন ছেয়ে
ভোর তবু হয়,নেই হেথা ক্ষয়,নিয়ম সরণী বেয়ে।


সার বেধে সব চলেছে মানুষ আত্মা হৃদয় হীন
নিরেট পাথর রোবট প্রাণের কদর যে  সঙ্গীন।


গেয়েছি যে তার প্রাণের বাঁশরী গীতময় সংগীত
ছুঁয়ে গেছি সেই প্রাণের আকূতি তিক্ত বিষাদ প্রীত্।
বলেছিল কথা কত,আকূলতা শত, ঝঞ্ঝায় প্রাতে
দেখেছি উদাস মৃন্ময় নীড়ে ঝঞ্ঝার ক্ষোভ রাতে--


কত  মুহূর্ত কত  কবিতায় প্রহর  গিয়েছে  হারিয়ে
বেদনার আঘাত সহি অপবাদ সময়টা গেছে বয়ে।
বাগানে সেদিন ছিলনা রুদ্র তান্ডব ঝোড়ো হাওয়া
বিছিয়ে শান্তি সেই প্রশান্তি মূহুর্ত আসা যাওয়া।


বয়ে গেল ঝড় প্রলয় বাতাস নির্মল বেলা তটে
ক্ষেপা তান্ডব হেঁকে রসাতল ব্যথিত ফন্দি আঁটে।
ঠুঁকে দিল তায় মৃত্যু দ্বীপের শবের উপত্যকায়
ঘর্মঘটের পরোয়ানা লিখে অন্তিম নালিশ হায়।


শবের ঘাড়ে শবের বসত্ মুনাফাবাজের কদর
মৃত্যু হয়েছে মৃত মানুষের কবরে ঘুমায় শহর।
জেগে আছি চোখ স্বপ্ন দারুণ বাঁচবো সফলকাম
ছেয়ে দেব সেই স্বপ্নাঙ্কুরে দেশ প্রাণ জয়গান।