আমার ভগ্ন হৃদয়জুড়ে-----
       তমসার আলোড়ণ,জলোচ্ছ্বাস উল্লাস--
  তোমার চলে যাওয়া ছড়িয়েছে প্রান্তর,নগর,বন্দর-
                 ছড়িয়ে আমার ছিন্ন ভিন্ন অন্বেষণ,
               চলেছে শ্বাপদের অনিষ্ঠ সাধন উত্সব।


আমার জন্ম,মৃত্যু,সঙ্গম,উত্তেজনা ঘিরে
                            রহস্যেরা একত্রিত আজ--
                       ছেটানো  টুকরোগুলোয় লেগেছে--
              অনুসন্ধিত্সার নৈরাজ্য দখল।


বায়নোকুলার তারও বেশী তীব্রজাত--
                কিছু গোষ্ঠীবিবাদ,ওরা এনে দেবে--
  স্বতন্ত্র প্রভাত,বিম্বিত মুখ, প্রসংশার ছবি
           এনে দেবে স্থিরতা সময়।


তোমার চলে যাওয়া----
               যেন কোন অ-ঘটন হয়নি যাবত্
  আমার হৃদয় টুকরোগুলি ছড়িয়ে বিবাদ
                         দেয়নি বন্ধুত্বের আশ্বাস,ক্ষয় হয়ে গেছি--
                      ফেলে দিয়ে চির বিশ্বাস--
            সান্দ্র অস্তিত্ব জুড়ে নিরেট অবক্ষয়ে।      
              আজও যা রাখে নি সমর্থন
          জানবে না কেউ কোনদিনও।


অনেক খুঁজেছি,আঁধারের অলিতে ,গলিতে
                      কোথাও মেলেনি বিশ্বস্ত সেই প্রবাদ--
                বন্ধু যে নাম----ভগ্নতার মাঝে নেই তার দান।
       চির আঁধারের বুকে জোনাক আলোয় ম্রিয়মান------
                          সেই নাম----


বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু
বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু।


বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু
বন্ধু বন্ধুবন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু।


বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু
বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু।