উত্সাহে রাখো চোখ সন্দেহে কান,
নাকটা গলিয়ে যাও সেই মন-প্রাণ।
বেজায় হিসেব কষ দেনা পাওনায়
যেন হুজুকের ফন্দিটি বৃথা হয়েযায়।
নিজেরে জ্ঞাণী ভাব,ভাবতেই থাকো
অপরের খুঁত্ যেন হয় জীবনের ব্রত।
সদা অপলক রাখো  দৃশ্য  অনন্তর
ওদের প্রণালীও কিছু ভাতা নির্বাহর।


শিষ্ট,শ্রদ্ধা,স্নেহ,প্রেম সুযোগের ফাঁদ্
দুর্বল ভেবে তারে কর হে  প্রমাদ।
বয়ে যায় জীবনের নিত্য উন্মাদনা
তুমি তার রুখে গতি ঘটাও বাহানা।
সহজ,সরল ভাব  মূর্খ  হেনে  তায়
ফেরাও নিজের মত্ নানা অছিলায়।
গতিময় সদ্ভাবে  ঢেলে  কারসাজি
নিজের আখের লাভে হও মহিয়সী।


না বুঝে মনের  জন  ভ্রান্তি  ইহকাল
সেথা তুমি হয়ে যাও বিভ্রান্ত বিফল।
সকাল,বিকেল গেল সন্দেহের বশে
সন্ধ্যা,রাতের ধারা এল তার পাশে।
বাকী সময়ের ক্ষণ ভ্রান্তি রসে বশে
ঝরঝরে ইহকাল  অবাঞ্ছিত  হাসে।
আঁধারের প্রহেলিকা অচেনা সুজন
সুজনের বেশ  ধারী  দুষ্টের  দমন--


আহ্লদে গদ  অপর  অনিষ্ট  সাধনে
চার দফা হয়ে  গেল শূণ্য  জীবনে।