সুন্দর চরাচর মোহন পিঁয়াসে প্রেমময় তুমি
        কোথা আছে  স্বর্গোদ্যান এমন স্বপ্নিল্  ভূমি?
        মুখময় জ্যোতির জ্যোতিষ্ক আলোয় আপনার
       অভ্রান্ত নয়নে দেখি কিতুমি স্বর্গজাত স্বপনের?


    দিনান্তের ক্লান্ত রবী দিয়ে যায় প্রেমের স্নিগ্ধ আলাপন
    তাই মোর প্রসাধণী রং রুপ্ কারুকাজ কত সযতন।
    জীবনের প্রভাময় তোমার হিঁয়ার অধরে দিয়ে প্রাণ
    তোমাতেই  দেখি তাই নাড়ী স্পন্দন এজীবন-মরণ।


    তুমি এলে হয় ভোর,জাগে এ ভুবন,জ্বলে দ্বীপ অঙ্গণ
    ছড়ায় সৌরভ প্রেম ত্রি ভুবনময়,এলে তুমি দীপাঞ্জন।
    চারিদিক  প্রভাতে  হাসি গান আলোতে চির  উন্মণ
    কোথা আছে স্বর্গ হেন তোমারেই বাসি ভালহে সজ্জন!


   ঘোচাও অন্ধ কূপ মারণ প্রহর,এসো ওগো দয়াময়
   প্রাণে দাও অনাবিল শান্তি দেহের, প্রাণের আলয়।
   এনে দাও দৃপ্ত তৃপ্তি  ক্ষণিক ওগো প্রেমের প্রতীক
   দাও মোহ প্রশস্তি , ম্লান হোক্ রত্ন শোভা লৌকিক।


    ধরা মাঝে  হোক্  চির  অক্ষয় এ যুগল মিলন
    তুমিহীন ব্যর্থ জনম মোর ব্যর্থ যাবত্ অভিজ্ঞাণ!!