ওগো, ফাগুন মঞ্জরে বৃষ্টি প্রহরে এলে তুমি সহসা
লজ্জা থরোথরো সজ্জা  কামনারো  হৃদয় লালসা।
বলতে গিয়ে থেমে কখন সংগোপনে দৃষ্টি বৃষ্টিতে
যায় ভেসে যায় ধারা স্রোতে হায় গোপন সৃষ্টিতে।
বরষ যুগ প্রায় বন্ধু  সহসায়  জলে ভিজে একশা
আমারি বসনে কতনা রসনে জুটির উতল বরষা
এল বৃষ্টি এল হরষ সঙ্গে এল ভাসিয়ে কামনায়
প্রেমের  আগুনে হৃদয়  প্লাবনে মিলন  রসনায়।


বাইরে তখনও অকূল শ্রাবণো ভাসছে জনপথ
যাচ্ছে হারিয়ে নিষ্ঠা ছাড়িয়ে মনের ক্লান্ত রথ।
ধীরে  কামিনী ফুটছে  রজনী  বন্ধু  আগমন
গন্ধ সুরভী ছড়িয়ে দিল কি সেই প্রিয় সুজন-
থামলো বরষা হৃদয় বিবশা প্লাবন জল কেলী
মন্ত্র জুড়াবার উঠল ঝড় আবার পরাণ হিন্দোলী।
বৃষ্টি  দিল এই প্রেম আগমন  মিষ্টি  বাতায়ন
জুড়লো পরাণে ছিন্ন এ বীণে গীত যুগ বন্ধণ।



এটি একটি গানের ছন্দে লেখা কবিতা,কেউ চাইলে গানও গাইতে পারেন,তবে স্বরলিপির প্রয়োজন,চেষ্টা করবো স্বরলিপি ও সুর দুটোই দিয়ে দিতে।