স্বপ্নে এসেছিল সেই উত্সাহী পালাকার-
আর কিংবদন্তীর উর্বশী,রম্ভা লাল পাড় শাড়ী-
আর সে আজ স্তিমিত যে নাচ অর্বাচীন-
যে ছেলেটি অকারণ চা যোগান দেয়-
ওকেই নিয়েছে আজ জুটি ভাংরায়।
এক বসন্ত উত্সবে ওরা আমার বন্ধু ছিল...।


লাল চওড়া শাড়ী পাড় তিন,চার তারও বেশী-
সে তো মাত্র দিনকতেকের প্রেম--।
বাসের জন্য অপেক্ষা ছিল-
কোরাস গাইবার গান ছিল-
প্রহসনের নাটক ছিল-
ওদের মধ্যে যে ভাংরা নাচত-
আমাদের গোলাকার বৃত্তে নিত্যদিন-
উত্সাহের পসরায় নিমিত্তের ভোগে-
জুটে যেত নিয়মিত দর্শনার্থী ভিড়।


স্বপ্নে এসেছিল সেই উত্সাহী পালাকার-
আর কিংবদন্তীর উর্বশী,রম্ভা, লাল পাড় শাড়ী-


যে এককালে কেশবতী লালে আখ্যায়িত,
আর পালাকার অনন্য চরিত্রায়নে--
স্বপ্নে বলে গেছে তারা কিঞ্চিৎ ডায়লগ্-
সেই এককালের বসন্ত উত্সবের প্রীতি অনুরাগ।