গঙ্গার কূল  উতল  দুকূল  দুর্গা বিসর্জন
   ঘটার বহর জলে  অতঃপর নিস্ব  প্রবঞ্চণ।
  ভাসছে দুর্গা অথৈ প্লাবন কান্নাহাসির রোল
  বাজছে কাঁসর,খেয়া মাঝি,কিংবদন্তি ঢোল।
  যাচ্ছে আমোদ বছর ঘুরে নিত্য যাওয়াআসা
  ভাসছে রাশি  উন্মাদনা  বেবাক কাঁদা হাসা।

মাঝ  গাঙে ঐ  তরীর  ঢালে  দুর্গা ভেসে যায়
বাঙলা মায়ের কোলের মেয়ে ভোগের দরিয়ায়।

এমনি করেই অগাধ প্লাবন আঁধার ঘরে মেয়ে
  আমার তোমার আগল ভেঙে দুর্গা আসে হয়ে।
  সমাজ অসুর ভোগের রতি সাজিয়ে তারে হায়
  এমনি করেই অগাধ গাঙে ঐ দুর্গা ভেসে যায়।
  
    কাঁদিস নে মা,বিসর্জনের মহান আড়ম্বরে
   গড়ব হৃদয় শহীদ বেদী  স্মরণ বরণ করে।
  শেষ  বিকেলের  অস্ত আলোয় দুর্গা মুখের তুই
  অনেক  আরো অস্তমিত  মেয়ের  আদল  এই--
  হচ্ছে বিদায় হৃদ্ দরিয়ায় সমাজ ঢাকের ঢোলে
   ঢাকছি শুধুই ঢাকছি প্রমাণ দুর্গা মেয়ের ছলে।