জ্বলে ওঠ আমার আলাদীনের আশ্চর্য্য চিরাগ
একাধিক মুক্ত আলোয় চিনে নাও শুদ্ধজাত স্পদ।
যে স্থাণ একদিন রমনীয় বৈদিক বালকের
স্তোত্র উচ্চারণে মুগ্ধ হত প্রকৃতি প্রত্যয়
আজ বড় অর্বাচীন, তৃষিত ডাহুকের ঝাপটা লাম্পট্য
মেলায় না প্রগতির রুদ্ধতা,
জ্ঞানহীন ঔদ্ধ্যত্বে বন্ধ্যা শিকল এঁটে গেছে স্থায়ী জড়ত্বে
স্থাণের ধূলিকণা,প্রাণহীন বদ্ধ বাতাস বিষময়--
জাগো আলাদীন--।
এনে দাও সেই মুক্তিশুদ্ধ বৈদিক বালকদের কলদ্ধনীময় প্রাঙ্গণ,
কিছুটা সময় উচ্চারণ করি শুদ্ধ স্তোত্র--
জাগো-----।