ওভাবে যদি ডাক,হৃদয়টা চুরমার হয়
নিঃশব্দ বাতাসের মতো,
হঠাত্ই কালবৈশাখী দাপট-
মূহুর্তের তান্ডবে বিদ্ধস্ত সবই
তুমি,আমি আমাদের মন।


ওভাবে তুমি যদি দেখো
ছুটে আসে স্বপ্নিল জোয়ার সমুদ্রের ঢেউ
হাজার পাঁজর ভাজে
অনাহত অতীত ফের আসে চুপিসারে
নিঃসঙ্গ অন্তরে জাগে লক্ষ প্রজাপতি আমন্ত্রণ-
এ বিবাগ জীবনে দুর্বিসহ লালসার মত।


ওভাবে হঠাত্ই কাছে এলে
চুরমার হয়ে যায় কঠোর কঠিন
যত সংগ্রামী দিন,
নিঃশব্দ হৃদয় ডানা মেলে
দুঃসহ উড়ান,
দোল উত্সব।
যত কিছু সাজানো উচ্ছ্বাস
মূহুর্তেই আগোছালো অবিন্যাসী উদাসীর ভিড়ে
আত্মগোপনে শুধুই
খেলে আর খেলে।