সুখে আছি খুব নিয়ে আধুনিক গ্রাম
শুধু উঠতে বসতে অহেতুক বদনাম।
পোষাক চলন  বলন  কেন আধুনিক
ফিসফাস শিক্ষা  নীতিরা অ-নৈতিক।
কোনক্ষণ নিয়মের  ফাঁকজাল  হলে
দেগে দেয় মার্কায়  নিচ গ্রুপ বলে।
শঙ্খ ফুঁয়ের কালে  দেখেছিলো গ্রাম
তুলসি মঞ্চ আলোয় প্রেম  অভিজ্ঞান
সমাজের মাঝে ছড়িয়ে গুঞ্জন সহসায়
দিয়েছিলো পাপ লিখে ওরা সভাময়।
আমার শোকের দিন শোষক ভূমিকায়-
কেড়ে সব মহান হয়েছে লোকালয়ে।
হেনে মোর স্বাধীন সরঞ্জাম এই গ্রাম
নিয়ে গেছে হাসি গান স্বীয় উপাদান।
গ্রামে ছিল বরষের  প্রত্যাশার চোখ
কাঁনা হয়ে আছে আজ  স্থির দুর্যোগ।
নাম নয় ভাষা হীন  ক্ষতদের পাশে
ভ্রম হয়ে চির কাল কুমন্ত্রের  পাছে।
দেখেনি কোথাও যার সঞ্চিত শৈল্পিক
পোষাক দেখেছে তার বেশীততোধিক।
সহায় যত না ছিল বেশী হেনে দুর্যোগ
দাবী গ্রাম আধুনিক  শ্রেষ্ঠ  অভিযোগ।