কে গো তুমি আঁধার ভুবন জুড়ে?
জ্বাললে আলো একফালি মন ঘিরে।


কবে কোথায় তিন ভুবনের পারে ?
মিলেছিলাম কোন্ মোহানার ধারে ?
  
বন্ধু কেমন মোহন বাঁশীর ঢেউ
বদ্ধ কবাট খুললে যেন কেউ।


কোন্ সে আপন সেই যে স্বজন
ক্ষণেক মায়ার জালে,সেই পরিজন


এত কেন লাগছে তোমায় জানা ?
এই কি প্রলাপ,মন বলেছে চেনা ?


আনমনে কি কুড়িয়ে ছিলাম নুড়ি?
বালুর তটে উদোম হুড়োহুড়ি?


একসাথে কি হারিয়েছিলাম মন?
খুঁজছি বেজায় কোথায় সারাক্ষণ।


কে গো এলে কিসের মায়া ঘিরে?
কবে,কোথায় চেনা হলাম ধীরে?