আমি সেইজন যবে সেইক্ষণ
             স্মৃতিতে আঘাত হানি
নীরবে দেখাল সেই দিনগুলো
             সেরা শিরোনাম আনি।
মনের দুয়ারে নীরব আঁধারে
              জ্বালায়ে অতীত শোক
চিত্ত সেথায় কোথায় জুড়ায়
              ঘটনার লোকালোক।
মায়ের মুরতি হেরি প্রশস্তি
              অন্তরময় সুধা
জেনেছেন কি মা...কি সেই যাতনা
              বিদ্বেষ বিষ তথা।
আমি যে শান্তি হেরি অশান্তি
              চারিদিক হাহাকার
কোথা চাইবাসা,ভোপাল দুরাশা
              কোথা তার প্রতিকার....।
কামদুনী সাথে বারাসাত পাশে
               সংবাদে মহীয়ান
হাটে-মাঠে-ঘাটে লাঞ্ছনা ঘটে
                এ খবর উপাদান।
জননী হেরো কি গঞ্জণা মিছে
              ভাষাহীন দেবী পটে।
এত জাঁক যার বাজে ঢোল,ঢাক
              আলোর ফোয়ারা লোটে
কার ভাষা কত চাপা পরে আশা
              জাঁকালো সাজের তটে।
জানো কি ভক্ত কোথা অশক্ত
              নীরব অশ্রুপাতে
অর্থ তোমার বাসর দ্যুতির
               চ্ছটায় ও সম্পাতে-
তোমার মহিমা রেখেছে আড়াল
               ভক্তের করুণাতে।
নিয়েছে আশয় গত বিপর্যয়
               সহেছি দ্রোহের ঘাত্।
জেনেছি কারণ তবু অকারণ
               উদিত অকস্মাৎ
চাইবাসা হয়ে ভোপালের কালে
                আমরা যে নাগরিক
কামদুনী নিয়ে,বারাসাত দিয়ে
                সংবাদে চিনে নিক।