তুই না কি খুব দয়াময়ী মা বলে তাই লোকে
দেখলি না তো মুখটি ভুলেও অধম এ দুষ্টকে।
দুষ্টামি মা করেছিলাম যখন ছোট ছিলাম আমি
ভুল ভেবে দূর করেছিলাম আশংকা আর গ্লানি
ভুল ভেবে জয় করেছিলাম যেজন অতি সুজন
আজ অস্তগামী আলোয় দেখি মৃত্যু রচে সেজন।
স্বীকৃতি না দিল  তারা  দুকলম যা দিলাম রচে
অনাদরে  দিল ছুড়ে  কলঙ্ক  নাম  পাঁকে ভরে।
এই কি রে মা  জীবন আমার  অবহেলায় ভরা
দে মা জীবন  শেষের  বারে  দুস্থ রোদন হরা।
দে মা দেখা সংশয়ে আজ  জীবন যায়রে চলে
দয়াময়ী মা  জানি তুই  আসবি  মায়ের চ্ছলে।
মানলো না কেউ মা তুই জানি এলি হৃদয় জুড়ে
সেদিন থেকেই ময়লা কালোয় নিলি মা শিশুরে।
আমার  মায়ের মিষ্ট  হাসি  জুড়িয়ে  দিয়ে প্রাণ
বিভোর  হয়ে  আছি  আমি  আজও  অ-বিরাম।
তোর দয়াতেই চলব মাগো মারিস কিবা রাখিস
চরণ তলে অধম জনে মা দয়ার আলোয় ঢাকিস।
তোর চরণের দাসী আমি নিস মা তুলেএ অধমে
স্নেহের  করতলে  রাখিস  শান্তি,শক্তি,সুধা মনে।
শাস্তি দিস মা খুশীমতো সাজবো দোষী হাসিমুখে
হবো তোর দাসী-বাদী মা জনম জনম সুখদুখে।