সুখম,পরাণটা খোলো          দু'দন্ড দেখি,থাকি স্থির
                   ভেসে যাই পাল্টা স্রোত
রঙীণ জীবন ফেরাও              বাঁচি সুখম,দীপ্ত আগলে
                    ধরো উত্তীর্ণের হাত ।
খাই রসনা শ্যাম্পেন            চোখ মেলি উদার আকাশ
                  দাও পাখা বাতাস সুষম
মেলি ডানা মুক্ত উদাস        একসাথে তুলি ভোর
                  কতকাল  হতোদ্যোম,
রাত্রিরা থেমে আছে দাও        নিরুত্তর কানে শোনাও
                  প্রেম মন্ত্র উচ্চকিত হোক
আলো ঘর নিরুপিত           পুণ্যমন্ত্রে ভরে দাও
                 বিকশিত রঙ শতরুপ।
স্রোত আনো উতল গভীর       ঘূর্ণির হোক্ উদ্বোধন
                  ধরো অঞ্চল এঁকে দাও
সুগম সঙ্গীত রাশি শৃঙ্গার        সূচির আদলে কাঞ্চণ
                   ছিন্নবীণাটি তুলে নাও।
মদির আলোয় জ্বালো            "কে ও মৌমাছি চঞ্চল,
                  এঁকে দিক্ মৌ গন্ধ বিধুর"
"আমার পরাণ যাহা চায়"         সে তুমি শুধু সুখময়
                 হেঁটে যাই ভেঙে ভুল দস্তুর।
ঢেউ উঠে বাধ ভাঙে               তোমার ছায়াটি দাও
                 দু'দন্ড তবু দেখিতো জীবন
ভাসার বাঁকের সরণীতে             মিছা তবু তুমি বিনে
                 কাছের কে বা উদাস ভুবন--
বোসো কাছে মিছা তবু              মহাভোজ আয়োজন
                   মহাছলে কিছু আচমন।
হোক্ চলা পথে গুজব রটন          কেঊ নাই আমি তুমি
                       আছে পরে ছাই
তাহাই উড়ায় ওরা                   সমাদরে, আহ্লাদে
                   ভ্রম শুধু ভ্রমই কুড়াই।